খেলাধুলা

গোলের খরা কাটালেন মেসি

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ৮ বছর পর বিশ্বকাপে গোল করতে পেরেছেন লিওনেল মেসি।

ব্রাজিলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে ৬৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বিশ্বকাপে ৮ বছরের গোল খরা কাটাতে সমর্থ হলেন মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারের ৯ ম্যাচে এটি মেসির দ্বিতীয় গোল।

এর আগে ২০০৬ সালের ১৮তম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে গোল করেন মেসি। এই ম্যাচ ছিল মেসির বিশ্বকাপ অভিষেক।

এরপর ২০১০ এ আফ্রিকায় ১৯তম বিশ্বকাপে মেসি দুর্দান্ত নৈপূণ্য প্রদর্শন করলেও কাঙ্খিত গোলের দেখা পাননি এ গোলমেশিন।

তবে ক্লাবের হয়ে খেলে তার হাতে উঠেছে ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ৬টি লা লিগা শিরোপা, টানা ৪টি ফিফা ব্যালন ডি’অর ট্রফিসহ অসংখ্য পুরস্কার।

   

রাইজিংবিডি/ঢাকা/১৬জুন ২০১৪/মিথুন/টিপু/আমিনুল