লর্ডস টেস্টে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের ১২১ রানের জবাবে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে ৯০ ওভারে তারা অলআউট হয়েছে ৩৭১ রানে। লিড পেয়েছে ২৫০ রানের।
ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি ১৪ চারে ৭৬, অভিষিক্ত জেমি স্মিথ ৮টি চার ও ২ ছক্কায় ৭০, জো রুট ৭ চারে ৬৮, অলি পোপ ১১ চারে ৫৭ ও হ্যারি ব্রুক ৫ চার ও ১ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ২৩ রান করেন ক্রিস ওকস।
এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্যরানে আউট হয়েছেন গাস অ্যাটকিনসন ও শোয়েব বশির শূন্যরানে আউট হন। জেমস অ্যান্ডারসন শূন্যরানে অপরাজিত থাকেন। আর বেন ডাকেট ৩ ও বেন স্টোকস ৪ রান করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ২০ ওভারে ৭৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জ্যাসন হোল্ডার ও গুদাকেশ মোতি। অপর উইকেটটি নেন আলজারি যোসেফ।