খেলাধুলা

পরিসংখ্যানে ব্রাজিল-জার্মানি

ক্রীড়া ডেস্ক : স্বপ্নের ট্রফি জয়ের থেকে আর মাত্র দু-পা পিছিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি।

ম্যাচটি হবে বেলো হরিজন্তেতে। ব্রাজিলের নান্দনিকতা, না জার্মানির পাওয়ার ফুটবল- কার জয় হবে? জানা যাবে আজ রাতেই।  

দুই দলের মাঠের লড়াইয়ের কিছু পরিসংখ্যান দেওয়া হলো :১. বিশ্বকাপে আজ দ্বিতীয় বারের মতো মুখোমুখি হবে জার্মানি-ব্রাজিল। এর আগে ২০০২ সালে বিগ ফাইনাল খেলেছিল দুই দল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পান সেলেকাওরা। দুটি গোলই করেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো।

২. তবে হেড-টু-হেড লড়াইয়ে ব্রাজিলের কাছে বরাবরই হার মেনেছেন জার্মানরা। ২১ ম্যাচে ব্রাজিলের জয় ১২টি, হার মাত্র চারটিতে। আর ফলাফল আসেনি পাঁচটি ম্যাচে।

৩. আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এগিয়ে ব্রাজিল। ১৮ বারের দেখায় ব্রাজিলের নয়টি জয়ের বিপরীতে জার্মানির জয় মাত্র চারটিতে। পাঁচটি ম্যাচ ড্র হয়।

৪. দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছে জার্মানি। স্টুটগার্টে ২০১১ সালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জার্মানরা ৩-২ গোলে হারিয়েছিল ব্রাজিলকে।

৫. গোল করার ক্ষেত্রে এগিয়ে ব্রাজিল। সেলেকাওদের ৩৯টি গোলের বিপরীতে জার্মানির গোল ২৪টি।

৬. বিশ্বকাপে চারবার পেনাল্টি শুট আউটে জার্মানির জয়ের রেকর্ড চারটিতেই। অন্যদিকে, তিনটিতে জয়ের রেকর্ড ব্রাজিলের।

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৪/ইয়াসিন/নেছার/কমল কর্মকার