খেলাধুলা

১৯২ রানের চ্যালেঞ্জ ছুড়ল চিটাগং

টানা দুই হারের পর জয়ের খোঁজে আছে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে ১৯২ রানের চ্যালেঞ্জ ছুঁড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯১ রান করেছে তারা। 

ওপেনিংয়ে নেমে ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন নাঈম ইসলাম। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৩টি ছয়ের মারে। গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৫ রান। ২০ বলে ৩২ রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক মোহাম্মদ মিথুন।

এ ছাড়া হায়দার আলী ১৪ বলে ২৫ ও রাহাতুল ফেরদাউস ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে চ্যালেঞ্জিং পুঁজিতে অবদান রাখেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ-মোহর শেখ।