খেলাধুলা

প্রেসিডেন্টস কাপে শেখ রাসেলের প্রতিপক্ষ রিমইয়াংসু ও এরচিম

ক্রীড়া ডেস্ক : এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার রিমইয়াংসু ও মঙ্গোলিয়ার এরচিম। শ্রীলঙ্কার সুগাদাসা স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর এরচিমের ও ২৪ সেপ্টেম্বর রিমইয়াংসুর মুখোমুখি হবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা শেখ রাসেল। ১ থেকে ১০ মে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বাছাইপর্বে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠে শেখ রাসেল ক্রীড়া চক্র। তিনটি গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে ওঠা ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। রিমইয়াংসু ও এরচিমের সঙ্গে শেখ রাসেল রয়েছে ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কার এয়ারফোর্স সকার ক্লাব, তুর্কিমিনেস্তানের এফসি এইচটিটিইউ ও নেপালের মানাং মারসিয়াংধি ক্লাব।এই দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ২৬ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৪/আমিনুল