খেলাধুলা

চার-ছক্কার বৃষ্টি নামিয়ে নাঈমের সেঞ্চুরি

৭ চার ও ৮ ছক্কার ঝড় নাঈম শেখের ব্যাটে। ৬২ বলে ১১১ রান করলেন খুলনা টাইগার্সের এই বাঁহাতি ওপেনার। তাতে রানের ফোয়ারা ছুটল খুলনার ইনিংসে। টস জিতে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২২০ রান তুলেছে তারা। যা বিপিএলে তাদের সর্বোচ্চ সংগ্রহ।

ধারাবাহিক রান পাচ্ছিলেন নাঈম। আজকের সেঞ্চুরির আগে শেষ তিন ইনিংসে দুইটি ফিফটি পেরোনো ইনিংস ছিল তার। আজ ভালো শুরুর পর ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন চতুর্থ ফিফটি। এরপর দ্যুতি ছড়িয়ে সেটাকে সেঞ্চুরিতে রূপ দেন।

যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৩ বলে ফিফটি পূর্ণ করেছিলেন নাঈম। পরের ২২ বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১১ রানে। নাঈম বাদে খুলনার হয়ে রান করেছেন উইলিয়াম বোসিস্তো ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বোসিস্তো ২১ বলে ৩৬ এবং মাহিদুল ১৫ বলে ২৯ রান করেন। এছাড়া শুরুতে ১২ বলে ২১ রানের কার্যকরী ইনিংস উপহার দেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের সম্মিলিত প্রচেষ্টাতে রংপুরের বিপক্ষে বিশাল পুঁজি পেয়েছে খুলনা।

প্লে’ অফের লড়াইয়ে টিকে থাকতে আজ খুলনার জয়ের বিকল্প নেই। রংপুরের জন্য কাজটা কঠিন। পাহাড়সমান রান কি তাড়া করতে পারবে রংপুর? নাকি টানা চতুর্থ পরাজয়কে সঙ্গী করবে তারা। সময়ের কাছে তোলা থাকুক প্রশ্ন।