গলে অস্ট্রেলিয়ার সিরিজ জয়টা এক রকম নিশ্চিতই ছিল। তবে শ্রীলঙ্কার কিপার-ব্যাটার কুশল মেন্ডিস অজিদের সেই জয়ের অপেক্ষাকে কতটা দীর্ঘায়িত করতে পারেন সেটাই ছিল দেখার। রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) চতুর্থ দিনটা ৪৮ রান নিয়ে শুরু করা কুশল মাত্র ২ রান যোগ করেই অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নের শিকারে পরিণত হলেন। তাতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের শেষ আশাটুকুও। শেষমেশ অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের। যা অস্ট্রেলিয়া তাড়া করেছে ৯ উইকেট হাতে রেখেই।
ফলে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় স্টিভেন স্মিথের দলের। শুধু তাই নয়, ২০০৩-০৪ মৌসুমের পর আবারও অজিদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা। অন্যদিকে ২০০৬ সালের পর প্রথম উপমহাদেশে এসে কোন দলকে ধবলধোলাই করার গৌরব অর্জন করল অজিরা। এর আগে ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনে ৮ উইকেটের বিনিময়ে ২১১ রানে দিন শেষ করা শ্রীলঙ্কা চতুর্থ দিনে সর্বমোট ৩০ মিনিট টিকে ছিল। স্বাগতিকরা অলআউট হওয়ার আগে ২৩১ রান করে দ্বিতীয় ইনিংসে।
সফরকারীরা ৭৫ রানের ছোট লক্ষ্যে নেমে দলীয় ৩৮ রানের মাথায় ট্রাভিস হেডের উইকেটটি হারায়। এই বাঁহাতি ব্যাটসম্যান উইকেটের পেছনে ক্যাচ দেন প্রবাত জয়াসুরিয়ার বলে। এরপর অবশ্য ওপেনার উসমান খাজা এবং মারনাস লাবুশেনের নিরবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।