ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে জিতে আগেই সিরিজ বগলদাবা করেছে ভারত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) তৃতীয় শেষ ওয়ানডেতেও ব্যাটিংয়ে দাপট দেখালো ভারত। শুভমান গিলের সেঞ্চুরি, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের ফিফটিতে ভর করে ৫০ ওভার সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে। জিতে হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডকে করতে হবে ৩৫৭ রান।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি ব্যক্তিগত ১ রানে। সেখান থেকে গিল ও কোহলি ১১৬ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। তাতে ১৮.৫ ওভারেই ভারতের রান হয়ে যায় ১২২।
এই রানের মাথায় কোহলি ফিরেন ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে। সেখান থেকে গিল ও আয়ার তৃতীয় উইকেট জুটিতে তোলেন আরও ১০৪ রান। দলীয় ২২৬ রানের মাথায় গিল ফেরেন। তার আগে ১০২ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলে যান। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
এরপর আয়ারের ৮ চার ও ২ ছক্কায় করা ৭৮ এবং ৩টি চার ও ১ ছক্কায় লোকেশ রাহুলের ৪০ রানের ইনিংসে ভর করে ভারত ৩৫৬ রান পর্যন্ত যায়।
বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মার্ক উড ৯ ওভারে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে নেন ২টি উইকেট।