‘‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি’’ -চ্যাম্পিয়নস ট্রফি খেলেতে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্তর লক্ষ্য পূরণ হলে ট্রফির সঙ্গে পুরস্কার হিসেবে পাবে ৩০ কোটি টাকার বেশি। আর কোনো ম্যাচ না জিতে ৮ দলের মধ্যে অষ্টম হলেও বাংলাদেশ পাবে সাড়ে ৩ কোটি টাকা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) প্রাইজমানির অঙ্ক প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ৩০ কোটি থেকে বেশি। রানার্স-আপ দল পাবে তার অর্ধেক তথা ১২ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫ কোটি টাকার বেশি।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ কোটি টাকা। ৮ দলের এই টুর্নামেন্টে ৫ম-৬ষ্ঠ হওয়া দলের জন্যও বড় অঙ্কের বরাদ্ধ রেখেছে আইসিসি।
টুর্নামেন্টের ৫ম-৬ষ্ঠ দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা ৫ প্রায় কোটি টাকা। শুধু তাই নয় সপ্তম-অষ্টম হওয়া দলও পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা।
পুরস্কারের বাইরেও অর্থ বরাদ্ধ রেখেছে আইসিসি। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা দেড় কোটি টাকার বেশি।