আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহীনসের বিপক্ষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে বাংলাদেশ। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৪০ রান। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া ওপেনার সৌম্য সর কার সাজঘরে ফিরেছেন ৩৫ রান করে।
অন্যদিকে তানজীদ হাসান তামিম (৬), অদজিনায়ক নাজমুল হোসেন শান্ত (১২), তাওহিদ হৃদয় (১৯), মুশফিকুর রহিম (৭) এবং জাকের আলি অনিক শূন্য রানে ফিরে যান এই রিপোর্ট লিখা পর্যন্ত।