খেলাধুলা

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার ম্যাচ

ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি। সেই বৃষ্টি আর থামার নাম নিলো না। অনবড়ত ঝরঝর বৃষ্টি আর মেঘের ঘনঘটায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়ানো দূরের কথা টসটাও হতে পারেনি। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা অপেক্ষা করেন। কিন্তু বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

ম্যাচটি বৃষ্টির পেতে গেলেও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কেউ হারেনি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে উভয় দল।

২ ম্যাচ থেকে দক্ষিণ আফ্রিকা ৩ পয়েন্ট ও +২.১৪০ নেট রান রেট নিয়ে টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট ও +০.৪৭৫ নেট রান রেট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

অবশ্য এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় ঝুঁকিতে পড়েছে উভয় দল। এই ম্যাচে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা যে-ই জয় পেত তারা সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলত। এখন পয়েন্ট ভাগাভাগি করায় কিছুটা ঝুঁকিতেও আছে। কারণ, শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হেরে যায় এবং আফগানিস্তান ও ইংল্যান্ড তাদের শেষ দুটি ম্যাচেই জয় লাভ করে তাহলে প্রোটিয়া ও অজিদের পেছনে ফেলে সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে বাদ পড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে।

শেষ ম্যাচে অস্ট্রেলিয়া শুক্রবার লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে। আর শনিবার করাচিতে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ইংল্যান্ড।