খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তাতে সমালোচনার মুখে অধিকায়ত্ব ছাড়লেন জস বাটলার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। করাচিতে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু হয় ইংল্যান্ডের। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে সবচেয়ে বড় ধাক্ষা খায় দলটি। বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে।

ভারতীয় দৈনিক এক ইনডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানদের বিপক্ষে হারের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন বাটলার।

ইংল্যান্ডকে ৪৩টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাটলার। ১৮ ম্যাচে জয় পেয়েছেন আর হেরেছেন ২৫টিতে। আর ৫১টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২৬টিত, হেরেছেন ২২ টিতে।