খেলাধুলা

বিষন্ন মুশফিকুরের ওয়ানডে ছাড়ার ঘোষণা

রঙিণ ছবিটা বিবর্ণ। যে-ই মাথা উচুঁতে থাকার কথা ছিল, সেটা বিপরীতমুখে। ব্যাটটা উঠানো। কিন্তু মুখটা মলিন। বিষাদের আবহ ফুটে উঠল স্থিরচিত্রে। 

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে বিষন্ন এক পোস্টে মুশফিকুর রহিম পরিস্কার করলেন বাকিটা, ‘‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’’ ২০২২ সালে টি-টোয়েন্টির পর তিন বছর ব‌্যবধানে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানালেন মুশফিক। রইলো বাকি টেস্ট। 

ব‌্যাটে রান আসছিল না। ধারাবাহিকভাবে ব‌্যর্থ হচ্ছিলেন। আউটের ধরন নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিলেন। জায়গা ধরে রাখায় উঠছিল বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগ বাড়িয়ে কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে সিদ্ধান্তও নিতে পারছিলেন না। মুশফিকুর বোর্ডের কাজটা সহজ করে দিয়ে নিজ থেকে সরে গেলেন। 

মুশফিকুরও মানছেন কঠিন সময় পাড় করে ওয়ানডে ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ‘‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার গন্তব‌্য।’’ 

২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয় মুশফিকুরের। এরপর খালেদ মাসুদ জায়গা দখল করে নিজের পায়ের নিচের মাটি শক্ত করেন। এরপর এগিয়ে যান তরতরিয়ে। এক সময়ে মিস্টার ডিপেন্ডবল উপাধিও পান। ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। উইকেট রক্ষক হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপের ম‌্যাচ রেকর্ডটা তারই দখলে। 

সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিকুর। রান করেছেন ৭ হাজার ৭৯৫। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান হিসেবে তার রেকর্ড পিছিয়ে নেই। ওয়ানডেতে উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান হিসেবে ৭ হাজার ২৫৪ রান করেছেন। রানের হিসেবে তার চেয়ে এগিয়ে অ‌্যাডাম গিলক্রিস্ট, মাহেন্দ্র সিং ধোনি ও কুমার সাঙ্গাকারা। 

১৯ বছরের লম্বা ক‌্যারিয়ার হলেও বৈশ্বিক আসরে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি দলকে। অবসরের দিন সেই আক্ষেপ ফুটে উঠল তার কণ্ঠে, ‘‘যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত, তবে একটা নিশ্চিত: যখনই আমি আমার দেশের জন‌্য মাঠে নেমেছি, নিষ্ঠা এবং সততার সাথে ১০০ ভাগেরও বেশি দিয়েছি।’’ 

পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে মুশফিকুর যোগ করেন, ‘‘তিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন।’’

‘‘সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’’