ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। ফুটবলের প্রতি দায়বদ্ধতা থেকে সিবিএফের নেতৃত্বে আসার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। মূলত আঞ্চলিক ফেডারেশনগুলোর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে রোনাল্ডো জানান, ‘‘আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম, তবে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় আছেন, তাদের বেশিরভাগই মনে করেন ব্রাজিলের ফুটবল এখন ভালো হাতেই রয়েছে।’’
দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল প্রশাসনে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিক এবং আগে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানায়ও ছিলেন। দেশীয় ফুটবলে স্বচ্ছতা ও উন্নতির জন্য কাজ করতে চাইলেও নির্বাচনী কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গত ডিসেম্বরে, তিনি সিবিএফের নির্বাচন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কাছে চিঠি দিয়ে স্বচ্ছতা এবং ফিফা ও কনমেবলের সরাসরি তত্ত্বাবধানের দাবি জানান।
সিবিএফ নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের অন্তত চারটি আঞ্চলিক ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন পেতে হয়। এই নির্বাচন পরিচালিত হয় ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে, যেখানে ২৭টি প্রাদেশিক ফেডারেশন এবং দুটি স্তরের (সিরি ‘এ’ ও সিরি ‘বি’) ক্লাব প্রতিনিধিরা ভোট দেন।
বর্তমান সভাপতি এডনাল্দো রদ্রিগেজ পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং রোনাল্ডো সরে দাঁড়ানোয় তার বিজয়ের পথ আরও সুগম হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।