খেলাধুলা

লক্ষ্ণৌ মালিককে ব্যাটেই জবাব দিলেন রাহুল

বাতিল করে দেওয়া লোকেশ রাহুলেই যথেষ্ট ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের টুটি চেপে ধরতে। সঞ্জীব গোয়েনকারের দলটির আগের তিন মৌসুমে নেতৃত্বে ছিলেন রাহুল। তবে তাঁকে কিছুটা তুচ্ছ করেই মেগা অকেশনে বাদ দেওয়া হয়েছিল। সেই বাতিল রাহুলেই এবার হারতে হলো লক্ষ্ণৌকে।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুখেশ কুমারের বোলিং তোপে ৬ উইকেটে ১৫৯ রান করেছিল লক্ষ্ণৌ। জবাবে রাহুলের অপরাজিত ৫৭ রানের সুবাদে ১৭.৫ বলে ২ উইকেট হারিয়েই ১৬১ রান করে ফেলে দিল্লি।

গত মৌসুমে আইপিএলে একটি ম্যাচ হেরে যাওয়ার পর মাঠে নেমে এসে সাবেক লক্ষ্ণৌ অধিনায়ক রাহুলকে ধমক দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মাইল গোয়েনকার। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই ভিডিও প্রায় চোখে পড়ে। এরপর রাহুলকে বাদ দেওয়া হয় স্কোয়াড থেকে। এই কিপার ব্যাটসম্যানের সবই মনে আছে। নিলামে রাহুলকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।