খেলাধুলা

দুই পরিচালককে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বিসিবি

প্রেসিডেন্টের সঙ্গে দুজন ভাইস প্রেসিডেন্ট তথা সহ-সভাপতি নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। দুই ভাইস প্রেসিডেন্ট হলেন— নাজমুল আবেদীন ফাহিম (জ্যেষ্ঠ সহ-সভাপতি) ও ফাহিম সিনহা (সহ-সভাপতি)। নাজমুল ৫ আগস্টের পর জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে বিসিবিতে আসেন। আর ফাহিম সিনহা সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডের পরিচালক।

শনিবার (৩০ মে) বিকেলে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এদিন ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বিসিবিতে আসা আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট নির্বাচন করে পরিচালনা পর্ষদ।

মিটিং শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু দুজনকে ভাইস প্রেসিডেন্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল চলমান বোর্ডে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করছেন আর ফাহিমের দায়িত্বে ফাইন্যান্স কমিটির। এবার আরও বড় দায়িত্ব এলো কাঁধে।