বার্বাডোজের ব্রিজটাউন টেস্ট শুরুর দিনেই দেখা গেল পেস বোলিং নাটকের চূড়ান্ত মঞ্চায়ন। কন্ডিশনের সুবিধা নেওয়া দুই দলের বোলাররাই ম্যাচের লাগাম রেখেছেন হাতে। ব্যাটারদের নড়বড় পারফরম্যান্সে একদিনেই দেখা গেল ১৪ উইকেট পতন!
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ১৮০ রানে। আবার ওয়েস্ট ইন্ডিজও পড়েছে চাপে, দিন শেষে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫৭।
দিনের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত জুটি গড়েন ক্যারিবিয়ান দুই তরুণ পেসার জেইডন সিলস ও শামার জোসেফ। তাদের বোলিং আক্রমণে মাত্র ৫৬.৫ ওভারেই মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। টপ অর্ডার ধসে পড়ে শুরুতেই। মাত্র ২২ রানেই হারায় ৩ উইকেট। এরপর খানিকটা প্রতিরোধ আসে হেড (৫৯) ও খাজার (৪৭) ব্যাটে। কিন্তু ওই পর্যন্তই।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের সিলস ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন। আর জোসেফ ৪৬ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট।
অবশ্য অস্ট্রেলিয়ার বোলাররাও ছেড়ে কথা বলেননি। স্টার্ক, হ্যাজলউড ও কামিন্স মিলে ফিরিয়ে দেন ক্যারিবিয়ান টপ অর্ডারকে। দিনের শেষে ক্রিজে ছিলেন ব্র্যান্ডন কিং (২৩*) ও রোস্টন চেজ (১*)। তাদের কাঁধেই নির্ভর করছে প্রথম ইনিংসে প্রতিরোধ গড়ার আশা।