টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডটি ২১ বছর ধরে দখলে রেখেছেন ব্রায়ন লারা। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ইতিহাস গড়া অপরাজিত ৪০০ রানের ইনিংসটি।
তবে তার সেই রেকর্ডটি আজ হুমকির মুখে ছিল। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে দ্বিতীয় দিন প্রথম সেশন শেষ করেন ৩৬৭ রানে অপরাজিত থেকে। আর ৩৩ রান করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারতেন লারার রেকর্ড। একটি রান বেশি করলে ভেঙেও দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির রেকর্ডটি।
কিন্তু না। মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার আগে ইনিংস ঘোষণা দিয়ে দেয় সফরকারীরা। ৫ উইকেটে ৬২৬ রান তুলে তারা ইনিংস ছেড়ে দেয় জিম্বাবুয়ের কাছে। তাতে লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও হাতছাড়া করেন মুল্ডার।
নিয়মিত অধিনায়ক কেশভ মহারাজ ইনজুরিতে পড়ায় আর্মব্যান্ড ওঠে উইয়ান মুল্ডারের বাহুতে। আর এই আর্মব্যান্ড পরে যেন বদলে গেলেন মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই তিনি তুলে নেন ডাবল সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ২৬৪ রানে।
আজ সোমবার (০৭ জুলাই) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ২৯৭ বলে ৩৮টি চার ও ৩ ছক্কায় স্পর্শ করেন ৩০০। দ্বিতীয় কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। আর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে।
এরপর ৩২৪ বলে ৪৮টি চার ও ৩ ছক্কায় তিনি পৌঁছান ৩৫০ রানে। আর ৩৩৪ বলে ৪৯টি চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান নিয়ে যান মধ্যাহ্ন বিরতিতে।