বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় এই জার্মান মিডফিল্ডারকে।
বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) বিপক্ষের ম্যাচে ভয়াবহ চোট পান ২২ বছর বয়সী মুসিয়ালা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে যায় এবং গোড়ালিতে মারাত্মক স্থানচ্যুতি ঘটে।
অস্ত্রোপচারের পর মঙ্গলবার (০৮ জুলাই) থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। তবে ডাক্তারদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কয়েক মাস সময় লাগতে পারে।
এই ভয়াবহ চোটের খবর ছড়িয়ে পড়তেই মুসিয়ালাকে সমবেদনা ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিশ্বজুড়ে অসংখ্য খেলোয়াড়, কোচ ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। তার দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক সাড়া।
ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে বিবেচিত মুসিয়ালার এমন চোট নিঃসন্দেহে বায়ার্নের জন্য বড় ধাক্কা। তবে তার দ্রুত সুস্থতা কামনায় আপাতত ফুটবল দুনিয়া একসঙ্গে প্রার্থনায় ব্যস্ত।