খেলাধুলা

আমাদের সুযোগ দিলে একদিন ভালো হবে: মিরাজ

পালাবদলের সময় চলছে বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেটের বিগ ফাইভ যাদের বলা হয়, তাদের ছাড়া এবারই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ।

মাশরাফি বিন মুর্তজা অনেক আগের থেকেই দলের সঙ্গে নেই। তামিম ইকবাল অবসর নিয়েছেন। সরে গেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহও। সাকিব আল হাসান অবসর নেননি তবে খেলার অবস্থাতে নেই। ২০ বছর পর তাদের একজনও নেই।

প্রথম সিরিজে ২-১ ব‌্যবধানে হার। যেনতেন পরাজয় নয়। স্রেফ আত্মসমর্পণ। নতুন অধিনায়ক, একাধিক তরুণ ক্রিকেটার, অনভিজ্ঞ দল…বিষয়গুলোকে সামনে এনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সময় চাইলেন। অভয় দিলেন, এই দলই একদিন বড় হয়ে উঠবে।

পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেছেন, ‘‘আমাদের দল তরুণ; তাদের সময় প্রয়োজন। সুযোগ দিলে, একদিন ভালো হবে।’’

কলম্বোতে ৭৭ রানে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম‌্যাচে জয় পায় বাংলাদেশ। তিন ম‌্যাচের সিরিজে ফেরায় সমতা। গতকাল ক‌্যান্ডিতে দুই দলের চ‌্যালেঞ্জ ছিল সিরিজ জয়ের। লঙ্কানরা সেই চ‌্যালেঞ্জ জিতে যায় সহজে। বাংলাদেশ আরেকটি হতশ্রী পারফরম‌্যান্সে ম‌্যাচ হেরে যায়।

বোলিং ভালো হলেও ব‌্যাটিং আবার ডুবিয়েছে বাংলাদেশকে। ২৮৬ রানের লক্ষ‌্য তাড়ায় বাংলাদেশ ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায়। ৯৯ রানের হারের ব‌্যাখ‌্যা দিতে গিয়ে মিরাজ বলেছেন, ‘‘উইকেট দারুণ ছিল। আমরা ইতিবাচক ক্রিকেট খেলবো সেই আলোচনা করেছিলাম। যারা সুযোগ পাবে তারা গভীর পর্যন্ত খেলার চেষ্টা করবে। আমরা শেষ ১০ ওভারে আক্রমণ করবো এমন পরিকল্পনাই ছিল। কিন্তু আমরা শুরু থেকে ভুল করেছি। জুটি গড়তে পারিনি শুরুতে ও মাঝে। এখানেই সমস‌্যা তৈরি হয়েছে।’’

নিজেদের বোলিং নিয়ে মিরাজ তৃপ্তির কথাই শোনালেন। বিশেষ করে তিনশর নিচে তাদেরকে আটকে রাখতে পারাকে বড় করেই দেখছেন তিনি, ‘‘আমি মনে করি আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছি। যদিও এখানে বোলিং করা সহজ ছিল। উইকেট অসাধারণ ছিল। তাসকিন, মোস্তাফিজুর ও স্পিনাররা ভালো করেছে।’’