বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশের সুযোগ পেয়েছিলেন দর্শকরা। কিন্তু চরম অব্যবস্থাপনা ও স্টেডিয়ামের পরিবেশ পরিচ্ছন্নতা নষ্ট হয়েছে। যা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্টদের।
এ জন্য এক ম্যাচ পরই স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি অবশ্য নিরাপত্তা ইস্যুকে সামনে আনছে, ‘‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’’
রবিবার প্রথম টি-টোয়েন্টিতে মাঠে আসা দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল অন্যরকম। এমনিতেই লম্বা সময় পর মিরপুরে খেলা, তার ওপর নিজের পছন্দমত খাবার নিয়ে মাঠে প্রবেশের সুযোগ তাদের জন্য ছিল বাড়তি পাওয়া।
মাঠে প্রবেশের সময় দেখা গেছে শুকনো খাবার, চিপস চানাচুর, বাসায় রান্না করা খাবার নিয়ে আসতে। বাইরের বোতল নিয়েও মাঠে প্রবেশ করতে পেরেছেন তারা। কিন্তু বোতল দেওয়া হয় ক্যাপ খুলে। তা নিয়েও তেমন অভিযোগ ছিল না। কেননা আগে এক গ্লাস পানির দাম ২০ টাকা। এক লিটার পানি ২০০ টাকায় বিক্রি হয়েছে৷
গতকাল খেলার পর দেখা গেছে স্টেডিয়ামের গ্যালারি স্বাভাবিকের তুলনায় বেশি অপরিচ্ছন্ন। বাদামের খোসা, চিপস ও চানাচুরের প্যাকেট, পরিত্যক্ত খাবার ছড়ানো ছিটানো৷ সেসব পরিষ্কার করতে করতে গভীর রাত হয়ে যায় পরিছন্নতাকর্মীদের৷
এসব চিন্তা করেই সঙ্গে নিরাপত্তা ইস্যুটিকে বড় করে দেখে আগামীকাল থেকে মাঠে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি।