খেলাধুলা

আহত পন্তের লড়াকু ফিফটির পর ৩৫৮ রানে অলআউট ভারত

দলের বিপদের সময় ইনজুরি আক্রান্ত পা নিয়েও মাঠে নেমে পড়েন ঋষভ পন্ত। তার লড়াকু ফিফটির পর ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ৩৫৮ রানে। ১১৪.১ ওভারে তারা এই রান করে।

৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে প্রথমদিন শেষ করেছিল ভারত। রবীন্দ্র জাদেজা ১৯ ও শার্দুল ঠাকুর ১৯ রানে অপরাজিত ছিলেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা আউট হন ২০ রান করে। এরপর মাঠে নেমে পড়েন পন্ত। তিনি একপ্রান্ত আগলে থাকলেও অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকে।

৩১৪ রানের মাথায় শার্দুল ফিরেন ৫ চারে ৪১ রান করে। ৩৩৭ রানের মাথায় আউট হন ওয়াশিংটন সুন্দর। তিনি ২ চারে করেন ২৭ রান। একই রানে অংশুল কম্বোজ ডাক মেরে ফেরেন।

৩৪৯ রানের মাথায় আউট হন পন্ত। যাওয়ার আগে ৩টি চার ও ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে যান। এরপর ৩৫৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জাসপ্রিত বুমরাহ। তিনি করেন ৪ রান। আর মোহাম্মদ সিরাজ অপরাজিত থাকেন ৫ রানে।

বল হাতে ইংল্যান্ডের বেন স্টোকস ৭২ রানে ৫টি উইকেট নেন। জোফরা আর্চার ৭৩ রানে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিয়াম ডসন।