খেলাধুলা

বার্সার স্কোয়াডে ১১ ভাষাভাষীর সমাহার

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছিল, তাদের স্কোয়াডে ৯ ভাষাভাষী খেলোয়াড় রয়েছে। এ মৌসুমে জার্মান ও ক্রোয়েশিয়ান ভাষা যোগ হওয়ায় বার্সার ড্রেসিংরুমে রয়েছে ১১ ভাষাভাষীর সমাহার।  

 

এখন বার্সার দলে আছে কাতালান, স্প্যানিশ, ইংরেজি, ফরাসি, ইতালিয়ান, ডাচ, জার্মান, ক্রোয়েশিয়ান, পর্তুগিজ, বাসসা ও আরবি ভাষার খেলোয়াড়। তাই ১১ ভাষাভাষী খেলোয়াড় নিয়ে একটি একাদশই গড়তে পারেন বার্সার কোচ লুইস এনরিক।

 

এদের মধ্যে ক্যামেরুনের অ্যালেক্স সং, ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ ও ব্রাজিলের রাফিনা একটু ব্যতিক্রম। প্রত্যেকে জানেন ৪টি করে ভাষা।

 

ক্যামেরুনের আদিবাসীদের ভাষা বাসসার সঙ্গে ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন সং। আর রাফিনার দখল আছে কাতালান, স্প্যানিশ, পর্তুগিজ ও ইংলিশ ভাষা।

 

সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ তার নিজের ভাষা ছাড়াও স্প্যানিশ, ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলতে পারেন।

 

ম্যাথিউ ও ভারমিলন ফরাসি ভাষায় কথা বলেন। বার্সা ‘বি’ দলের মুনির-আল হাদি আরবি এবং লুইজ হেনরিক ইতালিয়ান ভাষার একমাত্র প্রতিনিধি।

 

লিওনেল মেসি ও  হাভিয়ের মাচেরানো আর্জেন্টিনার প্রতিনিধি। তাদের ভাষাও ইনিয়েস্তা-বুসকেটসদের মতো স্প্যানিশ। দানি আলভেজ-নেইমার-রাফিনারা ব্রাজিলিয়ান বলে পর্তুগিজ ভাষায় কথা বলেন।এক নজরে বার্সার ড্রেসিংরুমের ১১ ভাষা: ১.    ম্যাথিউ ও ভারমিলন...............ফরাসি ২.    মুনির আল হাদি.....................আরবি৩.    লুইজ হেনরিক.......................ইতালিয়ান৪.    ইনিয়েস্তা...........................স্প্যানিশ৫.    জাভি.................................কাতালান৬.    ইভান রাকিটিস.....................ক্রোয়েশিয়ান৭.    নেইমার..............................পর্তুগিজ৮.    আন্দ্রে টারস্টেগেন....................জার্মান৯.    অ্যালেক্স সং..........................বাসসা (আদিবাসীর ভাষা)১০.  ভারমিলন.............................ডাচ১১.   রাফিনাসহ অনেকে...................ইংরেজি

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৪/নেছার