খেলাধুলা

হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ শেষ ফখরের, আজই ফিরছেন পাকিস্তানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের মাঝেই হঠাৎ করেই দুঃসংবাদ পেল পাকিস্তান শিবির। জাতীয় দলের নির্ভরযোগ্য বাঁহাতি ব্যাটার ফখর জামান ছিটকে গেছেন চলমান সিরিজ থেকে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার।

সিরিজের প্রথম দুই ম্যাচে ২৮ ও ২০ রানের ইনিংস খেলা ফখর আহত হন ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৯তম ওভারে, হাসান আলীর একটি বল থামাতে গিয়ে বাঁ পাশে টান অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে মাঠে আসা মেডিকেল টিম পরীক্ষা করে তার হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত করে। এরপর আর দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি তিনি।

সোমবার (৪ আগস্ট) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না ফখর। তার জায়গায় সুযোগ পান খুশদিল শাহ, যিনি ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচে ১৩ রানে জয় পায় পাকিস্তান। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সালমান আলী আগার নেতৃত্বাধীন দলটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখর জামান দ্রুত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আজই দেশে ফিরছেন। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হবে। তবে ওয়ানডে সিরিজে তার জায়গায় কে স্কোয়াডে যোগ দেবেন, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ আগস্ট ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।