খেলাধুলা

এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে সোহান-সৌম‌্য-সাইফ

এশিয়া কাপ এবং নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজের জ‌ন‌্য ২৫ জনের প্রিলিমিনারি স্কোয়াড বাছাই করেছেন নির্বাচকরা। সৌম‌্য সরকার, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসানকে এই স্কোয়াডে রাখা হয়েছে। আগস্টেই তাদের ক‌্যাম্প শুরু হবে। শুরুতে সপ্তাহখানেক ফিটনেস টেস্ট। এরপর স্কিল ট্রেনিংয়ে ঢুকে পড়বেন তারা।

আগামী ৬ আগস্ট ক্রিকেটারদের রিপোর্টিং করতে বলা হয়েছে। সেদিন থেকেই শুরু হবে ফিটনেস টেস্ট। ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর ক্রিকেটাররা ২০ আগস্ট চলে যাবেন সিলেটে। সেখানে নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবেন লিটনরা। সিরিজ শেষে ক‌্যাম্প করে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা।

ক‌্যাম্পের শুরুতে ‘এ’ দলের ৫ ক্রিকেটার থাকতে পারবেন না। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ৭ আগস্ট উড়াল দেবেন তারা।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একই গ্রুপে। চতুর্থ দল হিসেবে গ্রুপে আছে হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম‌্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাসুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফ উদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।