খেলাধুলা

টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়ের রেকর্ড নিউ জিল্যান্ডের

প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টা এসেছিল ১৯৩৮ সালে। ইংল‌্যান্ড দ‌্য ওভালে ইনিংস এবং ৫৭৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ৮৭ বছর ধরে এই রেকর্ড অক্ষত। সেই রেকর্ড কেউ ভাঙতে না পারলে এবার স্মরণীয় কিছু করে রাখল নিউ জিল‌্যান্ড।

জিম্বাবুয়েকে ইনিংস এবং ৩৫৯ রানে হারিয়েছে নিউ জিল‌্যান্ড। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়ের রেকর্ড। ১ রানের জন‌্য তারা তাসমান পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়াকে ছুঁতে পারেনি। অস্ট্রেলিয়া ২০০২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস এবং ৩৬০ রানে হারিয়েছিল।

প্রথম ইনিংসে ১২৫ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১১৭ রানে। নিউ জিল‌্যান্ড এক ইনিংস ব‌্যাটিং করে তুলেছে ৩ উইকেটে ৬০১ রান।  শনিবার বুলাওয়েতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ইনিংসে ধস নামান পেসার জ‌্যাকারি ফোকস। অভিষিক্ত এই পেসার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। ম‌্যাচে ৭৫ রানে ৯ উইকেট নিয়ে নিজের অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন তিনি। একই সঙ্গে টেস্ট অভিষেকে নিউ জিল‌্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। ভেঙেছেন উইল কো’র ৯৩ রানে ৯ উইকেটের রেকর্ড।

এছাড়া নিউ জিল‌্যান্ডের এটি টেস্টে সবচেয়ে বড় জয়। এর আগে ২০২১ সালে তারা জিম্বাবুয়েকে ৩০ রানে হারিয়েছিল নেপিয়ারে।

জিম্বাবুয়ের ব‌্যাটসম‌্যানদের আসা-যাওয়ার মিছিলে কেবল লড়াই করেন নিক ওয়েলচ। ৭১ বলে ৪৭ রান করেন তিনি। বাকিদের সম্মিলিত রান ৫৪।  ওয়েলচ ছাড়া দুই অঙ্কে যেতে পারেন আর কেবল অধিনায়ক ক্রেইগ আরভাইন (১৭)।

ফোকসের ৫ উইকেট বাদে ২টি করে উইকেট নেন ডাফি ও হেনরি। সিরিজে ১৬ উইকেট নিয়ে হেনরি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। ম‌্যাচ সেরা হয়েছেন ডেভন কনওয়ে। ১৫৩ রান করেন বাঁহাতি ওপেনার।