খেলাধুলা

প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১, দ. কোরিয়া ১

নারী অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সোনালী ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিকেল ৩টায় ‘এইচ’ গ্রুপের এই ম্যাচটি মাঠে গড়িয়েছে। এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই গড়বে ইতিহাস। প্রথমবারের মতো খেলবে মূলপর্বে। 

ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। উভয় দল একটি করে গোল করে ১-১ এর সমতা নিয়ে বিরতিতে গিয়েছে।

লাওসের ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে লিড নেয় বাংলাদেশ। এ সময় ওয়ান টু ওয়ান করে আক্রমণে ওঠেন সাগরিকা ও শান্তি মার্ডি। ডি বক্সের কাছাকাছি গিয়ে ডানদিকে মার্ডিকে বল বাড়িয়ে দেন সাগরিকা। মার্ডি বক্সের মধ্যে ঢুকে বাম পায়ে দূরের পোস্টে শট নেন। সেটি ফেরান দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক হায়েবিন। কিন্তু বল চলে যায় শ্রীমতি তৃষ্ণার কাছে। তৃষ্ণা আলতো টোকায় বল জালে জড়িয়ে এগিয়ে নেন বাংলাদেশকে।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। ১৯ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন কোরিয়ার ১০ নম্বর জার্সধারী খেলোয়াড় লি হায়েউন। এরপর উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণের পসরা সাজালেও জালের নাগাল পায়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।