খেলাধুলা

ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে রেকর্ড লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আগুন ঝরালেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে এসেছিল ১২টি চার ও ৮টি ছক্কা। এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে দিলো, পৌঁছে দিলো ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান ২১ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১৪।

প্রোটিয়া ব্যাটিং লাইনআপের আরেক সদস্য ট্রিস্টিয়ান স্টাবসও উন্নতি করেছেন। ১২ ধাপ এগিয়ে এখন তিনি ২৮ নম্বরে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনও পেয়েছেন র‌্যাঙ্কিং বুস্ট। দুজনেই ৬ ধাপ করে উপরে উঠে যথাক্রমে ১০ ও ১৭ নম্বরে অবস্থান করছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

বোলিং র‌্যাঙ্কিংয়ে জশ হ্যাজলউড তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে, আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ১৫ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে। লুঙ্গি এনগিডিও ১৪ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো শীর্ষ ৫০–এ ঢুকেছেন। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন এক নম্বরে, আর অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

টেস্ট ফরম্যাটে নতুন ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ক্যারিয়ারের প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। শীর্ষে ভারতের জসপ্রিত বুমরাহ, আর দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট শিকারের ফলেই এই উন্নতি হেনরির।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোনো পরিবর্তন হয়নি, সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৮ পয়েন্ট)। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন এক নম্বরে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সামান্য পরিবর্তন এসেছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন বাবর আজম, দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা, আর শীর্ষে অবস্থান করছেন শুভমান গিল।