খেলাধুলা

বিশ্বকাপ দুয়ার খুলছে আম্পায়ার জেসির

জাতীয় দলের হয়ে ছোট্ট ক্যারিয়ারে কেবল বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলার সুযোগ হয়েছিল সাথিরা জাকির জেসির। মূল পর্বে খেলতে পারেননি। খেলোয়াড়ি জীবনের সেই আক্ষেপ নিশ্চয়ই আছে তার। তবে সেই আক্ষেপ তার কেটে যেতে পারে সামনে।

বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন জেসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপেও দেখা যেতে পারে জেসিকে। এর আগে এশিয়া কাপ টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের মহা আসরে জেসি মাঠে দায়িত্ব পালন করেছেন। এবার পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দেখা যাবে তাকে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশ্বকাপ। বাংলাদেশসহ যেখানে অংশ নেবে ৮ দল।