বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যের ধারা যেন থামছেই না। এবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দারুণভাবে যাত্রা শুরু করেছে লাল-সবুজের কিশোরীরা। ভুটানের মাঠে আয়োজিত টুর্নামেন্টে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে জয়ের সূচনা করলো তারা।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। একেবারে বিরতির আগ মুহূর্তে ঘটে সেই গোলের ঘটনা। ভুটানিজ রক্ষণভাগের সঙ্গে সংঘর্ষে বল সোজা গিয়ে লাগে সুরভী আকন্দ প্রীতির গায়ে, আর সেখান থেকেই বল জড়িয়ে যায় জালে। খানিকটা সৌভাগ্যের সহায়তায় হলেও লিড নেয় বাংলাদেশ (১-০)।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লাল-সবুজ। ম্যাচের ৫৩ মিনিটে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন আলপী আক্তার। তবে ভুটানও হাল ছাড়েনি। কিছুক্ষণ পরেই তারা একটি গোল পরিশোধ করে (২-১)। এতে খেলায় উত্তেজনা ফিরলেও বাংলাদেশ থামেনি।
৬৪ মিনিটে আবারও জ্বলে ওঠেন আলপী আক্তার। কর্নার থেকে তৈরি হওয়া গোলমালে পোস্টের কাছে ঠেলে দেন বল, আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয় (৩-১)। এরপরও একাধিক সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের মেয়েরা। ভুটানের ডিফেন্ডাররা কয়েকবার গোললাইন সেভ করে বড় ব্যবধানের হার এড়ান।
বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক অর্জনগুলো এখন গর্বের ইতিহাস গড়ছে। জুলাই মাসে সিনিয়র দল জায়গা করে নিয়েছে এশিয়া কাপে, অনূর্ধ্ব-২০ দল সাফ শিরোপা জিতেছে এবং পরের মাসেই তারা এশিয়া কাপেও জায়গা করে নেয়। এবার অনূর্ধ্ব-১৭ দলও জয়ের সুরে শুরু করল সাফ শিরোপা অভিযাত্রা।