ফুটবল ইতিহাসে আবারও নিজের নাম সোনার হরফে লিখে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তিনি হয়ে গেলেন প্রথম খেলোয়াড়, যিনি প্রতিযোগিতামূলক ম্যাচে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।
তবে সৌদি সুপার কাপের ফাইনালে সেই আনন্দের দিনটিতেই তার দল আল-নাসর শিরোপা হাতছাড়া করেছে। শনিবার হংকং স্টেডিয়ামে আল-আহলির কাছে টাইব্রেকারে হেরে যায় তারা, নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।
৪০ বছর বয়সী রোনালদো আল-নাসরের জার্সিতে প্রথমার্ধেই গোল করে নতুন এই রেকর্ডে পৌঁছান। এর আগে তার অসাধারণ গোল-সংগ্রহে রয়েছে— রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল।
এই অর্জনের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন ইসিদ্রো লাংগারা, রোমারিও ও নেইমারকে। যারা তিনটি ক্লাবে ১০০ গোল করেছিলেন।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এখনো সৌদি আরবে বড় কোনো শিরোপা জেতেননি। তবে আন্তর্জাতিক ফুটবলে তিনি এখনো সর্বোচ্চ গোলদাতা, পর্তুগালের হয়ে যার সংগ্রহ ১৩৮ গোল।
ফাইনালে আল-নাসরকে এগিয়ে দিয়েছিলেন রোনালদোই। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই আল-আহলির ফ্র্যাঙ্ক কেসিয়ে ম্যাচে সমতা ফেরান। শেষ দিকে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আবার এগিয়ে দেন আল-নাসরকে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেজের হেডে আল-আহলি আবারও সমতায় ফেরে।
টাইব্রেকারে প্রথম শট থেকেই গোল করেন রোনালদো। কিন্তু তার সতীর্থ আব্দুল্লাহ আল-খাইবারি সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পায় আল-আহলি। আর সাথেসাথেই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে তারা।