খেলাধুলা

অধিনায়কের ব্যর্থতায় জয় হাতছাড়া, ড্র নিয়ে মাঠ ছাড়ল ম্যানইউ

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেতে এখনও অপেক্ষায় রইলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের কাছে হারার পর এবার ফুলহ্যামের মাঠেও জয় তুলে নিতে ব্যর্থ হলো তারা। রবিবার রাতে ক্রাভেন কটেজে ১-১ গোলে ড্র করেছে রুবেন আমোরিমের শিষ্যরা।

ম্যাচের শুরুটা মোটামুটি সমান তালে চললেও প্রথমার্ধে লিড নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল রেড ডেভিলস। পেনাল্টি থেকে গোল করার সামনে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। কিন্তু বল উড়িয়ে মারায় হাতছাড়া হয় সহজ সুযোগটি।

দ্বিতীয়ার্ধে ভাগ্যের জোরে এগিয়ে যায় ম্যানইউ। লেনি ইয়োরোর ক্রসে ফুলহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজের গায়ে লেগে আত্মঘাতী গোলের মাধ্যমে এগিয়ে যায় অতিথিরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ মিনিট পর অ্যালেক্স আইওবির ক্রস থেকে বদলি খেলোয়াড় এমিল স্মিথ রো সমতায় ফেরান ফুলহ্যামকে।

শেষ দিকে আক্রমণ বাড়াতে বেঞ্জামিন সেসকো, ম্যাথিউস কুনহা ও ব্রায়ান এমবেউমোকে নামালেও কাঙ্ক্ষিত গোল পায়নি ইউনাইটেড। মাউন্টের পাস থেকে কুনহার শট পোস্টে লেগে ফিরে আসে, আর হ্যারি ম্যাগুইরের হেড সামান্য বাইরে চলে যায়। ফলে জয়বঞ্চিত হয়ে হতাশাই সঙ্গী হলো রেড ডেভিলসের।

ফুলহ্যাম অবশ্য খালি হাতে ফেরেনি। টানা আট ম্যাচ পর ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে পয়েন্ট তুলে নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল তারা। অন্যদিকে ব্রুনো ফার্নান্দেসের সেই মিস করা পেনাল্টিই হয়ে রইলো ম্যাচের সবচেয়ে বড় আক্ষেপ।