পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটিং জুটি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে এশিয়া কাপ ২০২৫-এর স্কোয়াডে রাখা হয়নি। এই সিদ্ধান্ত ঘিরে বড় প্রশ্ন উঠেছে তাদের ভবিষ্যৎ নিয়ে। এবার সাবেক প্রধান কোচ মিকি আর্থার খোলাসা করলেন— আধুনিক টি–টোয়েন্টির জন্য এই জুটি নন উপযুক্ত।
একসময় ধারাবাহিক রান আর জুটির ওপর ভর করেই পাকিস্তানের ব্যাটিং গড়ে উঠেছিল বাবর-রিজওয়ানকে ঘিরে। কিন্তু এখন তাদের ধীরগতির জন্য সমালোচনায় পড়তে হচ্ছে। বিশেষত পাওয়ার প্লেতে যেখানে দলগুলোর চাই প্রথম ৬ ওভারে ৫০-৬০ রান।
স্থানীয় এক টিভি অনুষ্ঠানে আর্থার বলেন, “বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। তবে টি–টোয়েন্টি ক্রিকেট বদলে গেছে। আজকের দিনে দ্রুত রান তোলা, ভয়ডরহীন শট খেলা আর প্রথম বল থেকেই আগ্রাসী মনোভাব— এটাই মূল চাহিদা। ওদের স্বাভাবিক খেলার ধরণ সেটা সবসময় দিতে পারে না।”
তিনি আরও যোগ করেন, বাবর-রিজওয়ানের কৌশল কার্যকর করতে অন্যরকম খেলোয়াড় দরকার, কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের দলকে ভিন্ন ধরনের অস্ত্র খুঁজতে হচ্ছে।
আর্থারের অধীনেই একসময় সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান উঠেছিল টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে এখনকার ব্যবস্থাপনায় (মাইক হেসনের কোচিংয়ে) পাকিস্তান দলে জায়গা পাচ্ছেন তরুণ ও বিস্ফোরক ওপেনাররা— সাইম আয়ুব, ফখর জামান ও সাহিবজাদা ফারহান।
এশিয়া কাপে বাদ পড়ার পর আরেকটি বড় ধাক্কা খেলেন বাবর-রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাদের নাম নামানো হয়েছে ‘ক্যাটাগরি বি’–তে। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতার কারণেই এই অবনমন বলে মনে করা হচ্ছে।
অভিজ্ঞ ব্যাটসম্যান হলেও তাদের ধীরগতি ও নিম্ন স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা থামছে না। আরও বিস্ময়কর বিষয় হলো— নতুন চুক্তিতে ‘ক্যাটাগরি এ’ তে কোনো ক্রিকেটারকেই রাখেনি পিসিবি। যা পাকিস্তানি ক্রিকেটের বর্তমান সংকটকেই আরও স্পষ্ট করে দিলো।