খেলাধুলা

এশিয়া কাপে স্পনসর ছাড়াই মাঠে নামবে ভারত!

এশিয়া কাপ-২০২৫ এ ভারতীয় ক্রিকেট দলকে হয়তো দেখা যাবে স্পনসরবিহীন জার্সিতে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানি ড্রিম-১১ হঠাৎই বিসিসিআই-এর সঙ্গে জার্সি স্পনসরশিপ চুক্তি শেষ করে দিয়েছে।

সম্প্রতি ভারত সরকার ‘অনলাইন গেমিং বিল-২০২৫’ পাস করেছে। যেখানে বাস্তব অর্থ লেনদেনভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ে ড্রিম-১১-এর ওপর এবং তারা বাধ্য হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়।

এই চুক্তির আর্থিক অঙ্কও কম ছিল না। ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত সময়ের জন্য ৩৫৮ কোটি রুপির চুক্তি হয়েছিল। শুধু তাই নয়, ড্রিম-১১ এবং মাই১১ সার্কেল মিলে ভারতের ক্রিকেটে প্রায় ১,০০০ কোটি রুপি বিনিয়োগ করেছিল।

ড্রিম-১১ সরে যাওয়ার পর নতুন স্পনসর খুঁজে পাওয়া এখনো সম্ভব হয়নি। ২৮ আগস্ট বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি।

অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লা বৈঠকে সভাপতিত্ব করেন এবং জানানো হয়, সময় খুবই অল্প থাকায় এশিয়া কাপের আগে নতুন চুক্তি সম্পন্ন করা প্রায় অসম্ভব।

শোনা যাচ্ছে, টোয়োটা এবং একটি ফিনটেক স্টার্টআপ ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। বিসিসিআই চাইছে কেবল এশিয়া কাপের জন্য তড়িঘড়ি করে চুক্তি না করে বরং দীর্ঘমেয়াদি স্পনসর নিশ্চিত করতে। যারা অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবে।

সবকিছু মিলিয়ে খুব সম্ভবত এশিয়া কাপে ভারতকে দেখা যাবে স্পনসর লোগোবিহীন জার্সি পরে খেলতে। টুর্নামেন্টটি আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে (দুবাই ও আবুধাবি) অনুষ্ঠিত হবে।