খেলাধুলা

রাজশাহী-বগুড়া-সিলেটে এনসিএল টি-টোয়েন্টি

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসরের সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। প্রায় তিন সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে ৩ অক্টোবর। খেলা হবে রাজশাহী, বগুড়া ও সিলেটে। ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ঘোষণা ক্রিকেট বোর্ড আগেই দিয়েছিল। অবকাঠামো ঠিক থাকলেও নানা কারণে রাজশাহী ও বগুড়াতে খেলার আয়োজন করা হতো না। প্রথম শ্রেণির ক্রিকেট হলেও সীমিত পরিসরের আসর উপেক্ষিত থাকতো।

এবার আমিনুল ইসলামের বোর্ড দর্শক চাহিদা ও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা চিন্তা করে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি রাজশাহী ও বগুড়াতে আয়োজন করবে। 

রাজশাহীতে উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টার ম্যাচে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।

টুর্নামেন্টের প্রথম ৬ দিনের খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানেই হবে আসরের বাকি সব ম্যাচ। ২৮ সেপ্টেম্বর প্রথম পর্বের খেলা শেষ হবে।

পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ হবে ৩০ তারিখ দুপুর সাড়ে ১২টায়। একই দিন শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে বিকেল ৫টায়। পরে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ অক্টোবর বিকেল ৫টায়। 

ফাইনাল ম‌্যাচ মাঠে গড়াবে ৩ অক্টোবর বিকেল ৫টায়।