খেলাধুলা

দাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু

বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরুতেই ঝলসে উঠল স্পেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বুলগেরিয়ার মাঠ ভাসিল লেভস্কি ন্যাশনাল স্টেডিয়ামে লুইস দে লা ফুয়েন্তের দল ৩-০ গোলের অনায়াস জয় পেয়েছে।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। গোল করেন মিকেল ওয়ারিয়াজাবাল, মারক কুকুরেয়া ও মিকেল মেরিনো। বিরতির পর আরও গোলের সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু বুলগেরিয়ার গোলরক্ষক স্বেতোস্লাভ ভুতসোভ দারুণ সব সেভে ব্যবধান আর বাড়তে দেননি।

খেলার শুরু থেকেই আক্রমণে ছিল দুই দলই। কুকুরেয়ার শট যেমন আটকে যায়, তেমনি বুলগেরিয়ার ক্রিস্টিয়ান দিমিত্রভও ব্যর্থ হন। তবে মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডান দিক দিয়ে দারুণ দৌড়ে জায়গা তৈরি করে লামিনে ইয়ামাল বল বাড়ান বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা আর্সেনাল মিডফিল্ডার মার্টিন সুবিমেন্দির উদ্দেশ্যে। সেখান থেকে চমৎকার পাস পেয়ে নিচু শটে জালে বল জড়ান ওয়ারিয়াজাবাল।

এরপর সুবিমেন্দি নিজেও হেডে গোল করতে পারতেন। কিন্তু ভুতসোভের দারুণ সেভে তা রক্ষা পায়। বুলগেরিয়ার কিরিলভের শট ঠেকান পেদ্রো পোরো। পরে পোরোর পাস থেকেই আবার ইয়ামাল সুযোগ তৈরি করেন। কিন্তু ভুতসোভ ছিলেন অটল। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ইয়ামালের ক্রস থেকে বল পেয়ে যান কুকুরেয়া। ঠাণ্ডা মাথায় নিচু শটে জালের দেখা পান তিনি।

৩৮ মিনিটে ইয়ামালের কর্নার থেকে হেডে গোল করেন মেরিনো। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনি আরেকটি সুযোগ পেয়েছিলেন। তবে এমিল সেনোভের দুর্দান্ত ট্যাকলে বেঁচে যায় বুলগেরিয়া।

বিরতির পরও স্পেনের দাপট কমেনি। ইয়ামাল ও মেরিনো দুজনের শটই রুখে দেন গোলরক্ষক ভুতসোভ। একবার তো মেরিনোর জোরালো শট ক্রসবারে লাগিয়ে দেন তিনি। এরপর ওয়ারিয়াজাবাল, মেরিনো ও রদ্রির শটও থামান এই কিপার। নিকো উইলিয়ামসের শটও চলে যায় পোস্টের বাইরে।

৭৯ মিনিটে কোমোর উইঙ্গার হেসুস রদ্রিগেজ স্পেনের হয়ে অভিষেক করেন। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বুলগেরিয়া। ৮০ মিনিটে মারিন পেতকভের বিপজ্জনক শট ঠেকিয়ে দেন ডিন হুইজসেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্বস্তির হাসি স্পেন শিবিরে। তাদের অভিযাত্রা শুরু হলো একদম দাপুটে জয় দিয়ে।

এই জয়ের সুবাদে গ্রুপ-ই’তে শীর্ষে উঠে এসেছে স্পেন। রোববার তাদের প্রতিপক্ষ তুরস্ক, অন্যদিকে বুলগেরিয়া খেলবে জর্জিয়ার বিপক্ষে।