খেলাধুলা

পাকিস্তানে ক্রিকেট মাঠে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কওসার ক্রিকেট গ্রাউন্ডে চলমান এক ক্রিকেট ম্যাচ হঠাৎ করেই রূপ নিলো রক্তক্ষয়ী ঘটনায়। মাঠে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন আরও অনেকে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে জঙ্গিরা।

পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সারবাকাফ’ নামের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকটি বড় আঘাত হানে। গত মাসে খাইবার পাখতুনখোয়ায় এমনই এক অভিযান চালানো হয়, যা স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলোকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। তারই জের ধরে শনিবার কওসার ক্রিকেট গ্রাউন্ডে হামলা চালায় তারা। পুলিশ নিশ্চিত করেছে, এটি ছিল পরিকল্পিত টার্গেট। হামলা উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো ও এলাকার শান্তি নষ্ট করা। তবে ঠিক কোন জঙ্গি সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্রিকেটপ্রেমী দেশ পাকিস্তান এর আগেও সন্ত্রাসের শিকার হয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের বাসে জঙ্গি হামলার পর দীর্ঘ এক দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল পাকিস্তান। নানা প্রচেষ্টা সত্ত্বেও দেশটির ভেতরে এখনো সক্রিয় রয়েছে একাধিক সন্ত্রাসী ঘাঁটি।

সম্প্রতি আবারও উত্তেজনা বেড়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে। কাশ্মীরের পাহালগাম সন্ত্রাসী হামলার জবাবে ভারত শুরু করেছে “অপারেশন সিন্দুর”। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে বাড়তে থাকা সশস্ত্র দ্বন্দ্বের কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা কার্যত শূন্য হয়ে গেছে।

তবে এসব সত্ত্বেও আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ভারতীয় সমর্থকদের অনেকেই পাকিস্তান বয়কটের দাবি তুললেও, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট করেছেন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।