খেলাধুলা

টসে নেমেই বেথেলের ইতিহাস, ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমেই এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন জ্যাকব বেথেল। মাত্র ২০ বছর বয়সেই ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন তিনি। এর মাধ্যমে ভেঙে দিলেন ১৩৬ বছরের পুরোনো এক রেকর্ড।

এর আগে ১৮৮৯ সালে মন্টি বোডেন ২৩ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় পর সেই রেকর্ড ছপিয়ে গেলেন তরুণ বেথেল।

গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রান করা ইংল্যান্ড দল প্রথম ম্যাচেই এনেছে বেশ কিছু পরিবর্তন। নিয়মিত তারকা জোফরা আর্চার ও হ্যারি ব্রুককে বিশ্রাম দেওয়া হয়েছে। লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদকে পাঠানো হয়েছে চার নম্বরে। আর অতিরিক্ত পেসার হিসেবে সুযোগ পেয়েছেন জেমি ওভারটন।

তবে জায়গা হয়নি জর্ডান কক্সের। দ্য হান্ড্রেডে দুর্দান্ত পারফরম্যান্স করেও প্রথম ম্যাচে সুযোগ পেলেন না তিনি। বেঞ্চে থাকতে হচ্ছে সনি বেকার, স্কট কারি ও টম হার্টলিকেও।

ডাবলিনে টস হেরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। হেরি টেক্টর ৬টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৬১ ও লরকান টাকার ৩টি চার ও ৪ ছক্কায় করেন ৫৫ রান। এছাড়া পল স্টার্লিং ৩৪ ও রস অ্যাডায়ার করেন ২৬ রান।