খেলাধুলা

ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েও ভারতের কাছে থামল ওমান

আবুধাবির মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক অনন্য লড়াই উপহার দিল ওমান। টুর্নামেন্টের সেরা দল ভারতের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েও ২১ রানে হেরে গেছে তারা। তবে ব্যাট হাতে আমির কলিম আর হাম্মাদ মির্জার সাহসী ইনিংস কিছু সময়ের জন্য হলেও দর্শকদের মধ্যে জন্ম দিয়েছিল অবিশ্বাস্য কিছুর প্রত্যাশা।

টস জিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ১৮৮ রান। ঝড়ো সূচনা এনে দেন অভিষেক শর্মা, মাত্র ১৫ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। পরে সঞ্জু স্যামসনের ধীরস্থির ব্যাটিংয়ে আসে সর্বোচ্চ ৫৬ রান। শেষদিকে তিলক ভার্মার ঝলক যোগ হয় আরও ২৯ রান। তবু আশ্চর্যজনকভাবে ক্রিজে নামার প্রয়োজনই হয়নি অধিনায়ক সূর্যকুমারের।

জবাবে শুরুটা ধীরগতির হলেও (১০ ওভারে ১ উইকেটে ৬২) ওমান হাল ছাড়েনি। দ্বিতীয় উইকেটে কলিম (৬৪) ও হাম্মাদ (৫১) মিলে গড়ে তোলেন ৯৩ রানের দারুণ জুটি। শেষ ১৮ বলে যখন দরকার ছিল ৪৮ রান, তখনও ম্যাচ ছিল রোমাঞ্চে ভরা। কিন্তু অভিজ্ঞতা ও শক্তিতে এগিয়ে থাকা ভারতের বোলাররা শেষ হাসি হাসেন। ওমান মাত্র ৪ উইকেট হারিয়ে থামে ১৬৭ রানে।

ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, হার্শিত রানা ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট। ওমানের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন কলিম নিজেই। যিনি ৩ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। পাশাপাশি শাহ ফয়সাল ও জিতেন রামানন্দি- প্রতিজন নিয়েছেন দুটি করে উইকেট।

এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়েও প্রতিটি ম্যাচে লড়াই করেছে ওমান। তবে গ্রুপপর্ব শেষ হলো তিনটি হারের হতাশা নিয়েই। বিপরীতে, টানা তিন জয়ে আত্মবিশ্বাসী ভারত সুপার ফোর নিশ্চিত করেছে আগেই। এবার তাদের পরবর্তী প্রতিপক্ষ দুবাইতে অপেক্ষমান চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।