এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। আজ সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। শ্রীলঙ্কা অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে।
টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেছেন, "গ্রুপপর্বে আমি দেখেছি যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলটা জিতেছে। আমিও উইকেট দেখে কিছুটা দ্বিধায় আছি, তাই প্রথমে বোলিং করতে চাই। আমরা খুবই রোমাঞ্চিত। দলের সবাই দারুণ খেলছে। আমাদের দলে দুটি পরিবর্তন আছে। নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেন খেলছে না, তাদের পরিবর্তে শরিফুল ও মেহেদী হাসান দলে এসেছে।"
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছেন, "আমিও একই কাজ করতাম। পিচটা কিছুটা শুষ্ক মনে হচ্ছে, তবে তাতে কিছু যায় আসে না। এটা একটি ব্যবহৃত পিচ, তাই প্রথমে ব্যাট করতে আমাদের কোনো সমস্যা নেই। অনেক তরুণ খেলোয়াড় দলে আসছে এবং ভালো পারফর্ম করছে। আমরা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছি।"
বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুসল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুশমন্ত চামিরা ও নুয়ান থুশারা।