এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে পাকিস্তান। আজকের ম্যাচের একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। পাকিস্তান একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন ফাহিম ও তালাত। একাদশের বাইরে গেছেন নওয়াজ ও খুশদীল।
টস শেষে সূর্যকুমার জানান যে, গতকাল অনুশীলনে প্রচুর শিশির ছিল, যা তার এই সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ। তিনি আরও বলেন যে তারা প্রতিটি ম্যাচকেই নকআউটের মতো করে খেলছেন, তাই খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না। তিনি আবুধাবি ও দুবাইয়ের পিচের মধ্যে পার্থক্য তুলে ধরেন, যেখানে দুবাইয়ের পিচ তুলনামূলকভাবে ধীর গতির। দলে ফিরেছেন বুমরাহ এবং বরুণ। দেখে মনে হচ্ছে অক্ষর খেলার জন্য পুরোপুরি ফিট এবং প্রস্তুত।
অন্যদিকে, সালমান আলী আগা বলেন, যে পাকিস্তানও প্রথমে বোলিং করতে পছন্দ করত। তিনি যোগ করেন যে এই ম্যাচটি তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং তারা ভালো ক্রিকেট খেলতে বদ্ধপরিকর। দলের সবার মন মেজাজ স্বাভাবিক আছে। দলে দুটি পরিবর্তন এসেছে – নাওয়াজ এবং খুশদিলের জায়গায় ফিরেছেন ফাহিম এবং তালাত।
পাকিস্তানের একাদশ: ১. সাহেবজাদা ফারহান, ২. সাইম আইয়ুব, ৩. ফখর জামান, ৪. সালমান আঘা (অধিনায়ক), ৫. মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ৬. হোসেন তালাত, ৭. ফাহিম আশরাফ, ৮. মোহাম্মদ নওয়াজ, ৯. শাহিন শাহ আফ্রিদি, ১০. হারিস রউফ, ১১. আবরার আহমেদ।
ভারতের একাদশ: ১. অভিষেক শর্মা, ২. শুভমান গিল, ৩. সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৪. তিলক ভার্মা, ৫. সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ৬. শিভম দুবে, ৭. হার্দিক পান্ডিয়া, ৮. অক্ষর প্যাটেল, ৯. কুলদীপ যাদব, ১০. জসপ্রিত বুমরাহ, ১১. বরুণ চক্রবর্তী।