খেলাধুলা

দুই দিনের মধ্যে নির্বাচক থেকে পরিচালক রাজ্জাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হতে নির্বাচক পদ ছেড়েছেন আব্দুর রাজ্জাক। মনোনয়ন তুলে জমাও দিয়েছেন। নাটকীয় কিছু না ঘটলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। নির্বাচনে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালক পদে ভোটাভুটি হবে না। এই তিন বিভাগে পরিচালক পদ চারটি। মনোনয়নপত্রও জমা পড়েছে চারটি। মনোনয়নপত্র বৈধ হলে তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। তিন ক্যাটাগরিতে আগের দিন মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ৬০টি। তবে মনোনয়নপত্র জমা পড়েছে ৫১টি। জেলা ও বিভাগীয় সংস্থার ক্যাটাগরি ১-এ মনোনয়নপত্র জমা পড়েছে ১৮টি। ক্যাটাগরি ২–এ (ক্লাব) জমা পড়েছে ৩০টি। বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সাবেক ক্রিকেটারের ক্যাটাগরি ৩-এ বিক্রি হওয়া তিনটি মনোনয়নপত্রই জমা পড়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বর আপিল ও শুনানি হবে।

এদিকে মনোনয়নপত্র জমা দেননি ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন এবং বিসিবির বর্তমান পরিচালক ও কাকরাইল বয়েজ ক্লাবের সালাহউদ্দিন চৌধুরী।