আফগানিস্তান দল বড় ধাক্কা খেল বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে। দলের ডানহাতি পেসার মোহাম্মদ সালিম চোটের কারণে বাদ পড়েছেন তিন ম্যাচের সিরিজ থেকে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে সালিম খেলতে পারবেন না। গোড়ালির মাংসপেশি (গ্রোয়েন) ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, সালিমকে পাঠানো হয়েছে বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে, যেখানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
তার অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার বিলাল সামি। ডানহাতি এই মিডিয়াম পেসার বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে সিরিজে স্কোয়াডে যুক্ত হচ্ছেন।
২৩ বছর বয়সী মোহাম্মদ সালিম এখন পর্যন্ত খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। দুটিই আবার বাংলাদেশের বিপক্ষে, গত বছরের জুলাই মাসে। এছাড়া একমাত্র টেস্ট খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে।
তার পরিবর্তে সুযোগ পাওয়া ২১ বছর বয়সী বিলাল সামি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নতুন মুখ। একমাত্র ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। যে ম্যাচে তার অভিষেক হয়েছিল। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ইতোমধ্যে নজর কেড়েছেন ধারাবাহিক পারফরম্যান্সে।
২৫টি লিস্ট ‘এ’ ম্যাচে সামি নিয়েছেন ৪৪টি উইকেট, গড় ২৫.৭২। ২০২২ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছিলেন তিনি। যেখানে পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চার উইকেট।
সামি সর্বশেষ খেলেছেন আফগানিস্তানের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ‘গাজি আমানুল্লাহ খান রিজিওনাল ওয়ানডে টুর্নামেন্টে।’ যা শেষ হয়েছে সেপ্টেম্বরে। সেখানে নিজের দল ‘স্পিনগর রিজিওন’ এর হয়ে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। নিয়েছিলেন ১০ উইকেট, গড় ২২.৯০, ইকোনমি রেট মাত্র ৪.৯৭। এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে জাতীয় দলে ফেরার সুযোগ।
আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে। সালিমের ইনজুরি দলকে কিছুটা চাপে ফেললেও, আফগান শিবির আশা করছে নতুন সুযোগ পাওয়া তরুণ বিলাল সামি এই সুযোগটা কাজে লাগাতে পারবেন।