জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে রবিবার (০৬ অক্টোবর) দুটি ম্যাচ ছিল। তার মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত বরিশাল ও রাজশাহীর মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে দুপুরের অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে ঢাকা মেট্রোকে ৩ উইকেটে হারায় রংপুর বিভাগ।
ঢাকা মেট্রো আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯০ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর।
রংপুরের ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন জাহিদ জাভেদ। অধিনায়ক আকবর আলী করেন ১৭ রান। ১৬টি রান আসে আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন নাসির হোসেন। ঢাকা মেট্রোর রাকিবুল হাসান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।
তার আগে ঢাকা মেট্রোর ইনিংসে সর্বোচ্চ ২০ রান করেন মাহফিজুল ইসলাম। অধিনায়ক রাকিবুল হাসান করেন অপরাজিত ১৪ রান। এছাড়া তাহজিবুল ইসলাম ১৩, শহীদুল ইসলাম অপরাজিত ১১ ও সাদমান ইসলাম ১০ রান করেন। বল হাতে রংপুরের আবু হাসিম, রাফি উজ্জামান রাফি ও জাহিদ জাভেদ ২টি করে উইকেট নেন।
ব্যাট হাতে ২৬ ও বল হাতে ৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রংপুরের জাহিদ জাভেদ।
এই জয়ে ৭ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে রংপুর। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে মেট্রো আছে পঞ্চম স্থানে।
এদিকে রাজশাহীর বিপক্ষে বরিশাল আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৫ উইকেটে ১৪০ রান করে। জবাব দিতে নেমে রাজশাহী ১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচটি আর শুরু করা যায় যায়নি।
বরিশালের ইনিংসে ইফতেখার হোসেন ইফতি ৩টি চার ও ১ ছক্কায় ৫৫ রান করেন। ফজলে মাহমুদ ৪টি চার ও ১ ছক্কায় ২২ বলে করেন অপরাজিত ৩৯ রান। এছাড়া সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ২১ রান।
বল হাতে রাজশাহীর মোহর শেখ ৪ ওভারে ১ মেডেনসহ ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।
৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে টেবিলের ষষ্ঠ স্থানে। আর বরিশাল ৭ ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি। দুটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ২ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তলানিতে।