খেলাধুলা

মায়ের দেশের হয়ে অভিষেক রাঙাতে পারলেন না রস টেইলর

রস টেইলরেকে চিনেন না এমন ক্রিকেটপ্রেমী সম্ভবত কমই আছেন। তাকে সবাই চিনেন নিউ জিল্যান্ডের জার্সিতে। যিনি কিউইদের হয়ে ২০০৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ১৮ হাজার ২২১টি। তিনি ২০২২ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর মায়ের চাওয়াতে তার মায়ের দেশ সামোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

আজ বুধবার (০৮ অক্টোবর) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে তার অভিষেক হয়। তবে অভিষেক ম্যাচটি রাঙাতে পারেননি জয় দিয়ে। যদিও ব্যাট হাতে সামোয়ার হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন। কিন্তু তার দল হেরে যায় ৫ উইকেটের ব্যবধানে।

সামোয়া আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান তোলে। টেইলর ২৮ বলে ১ চারে ২২ ও ফেরেতি সুলুওতো ১৬ বলে ২ চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ২২ রান। এছাড়া সলোমোন নাশ করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে ওমানের শাহ ফয়সাল ৪ ওভারে ১ মেডেনসহ ১২ রান দিয়ে ২টি উইকেট নেন। মোহাম্মদ নাদিম ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া আমির কলিম ৩ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট।

জবাব দিতে নেমে ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওমান। ওমানের নাদিম অপরাজিত ২১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া হাম্মাদ মির্জা ১৮, আশিষ ওদেদারা ১৫ ও আরিয়ান বিস্ট ১৪ রান করেন। সামোয়ার সাউমানি তিয়াউ ৪ ওভারে ১৩ রানে ২টি উইকেট নেন।

পরের ম্যাচে আগামীকাল রাতে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে সামোয়া।