নারী ওয়ানডে বিশ্বকাপে শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে প্রথম জয়ের দেখা পেল নিউ জিল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের মেয়েরা টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ১২৭ রান সংগ্রহ করতে পারে।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৩ রানেই হারিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে বাংলাদেশের রান ১২৭ পর্যন্ত যায় ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নাহিদা আক্তারের ব্যাটে ভর করে। ফাহিমা ৩৪, রাবেয়া ২৫ ও নাহিদা করেন ১৭ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে নিউ জিল্যান্ডের জেস কের ৮ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। লিয়া তাহুহু ৬ ওভারে ২২ রানে নেন ৩টি। আর রোজমেরি মেয়ার ৬ ওভারে ২০ রানে নেন ২টি উইকেট।
তার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদেরও তোপের মুখে পড়েছিল কিউই মেয়েরা। ৩৮ রানেই তারা হারিয়ে বসেছিল ৩ উইকেট। সেখান থেকে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে জুটিতে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পায় নিউ জিল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১১২ রান। ব্রুক ৫টি চার ও ১ ছক্কায় ৬৯ রান করে আউট হন। আর সোফি ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৩ রান করে সাজঘরে ফিরেন। উদ্বোধনী ব্যাটার সুজি বেটস করেন ৬ চারে ২৯ রান।
এরপর ম্যাডি গ্রিন ২৫, ইসাবেলা গেজ ১২ ও লিয়া তাহুহু অপরাজিত ১২ রানের ইনিংস খেলে দলকে ২২৭ রানের সংগ্রহ এনে দেন।
বল হাতে বাংলাদেশের রাবেয়া খান ১০ ওভারে ১ মেডেনসহ ৩০ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের ব্রুক হ্যালিডে।
চতুর্থ ম্যাচে সোমবার বিশাখাপত্মনমে বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর মঙ্গলবার কলম্বোতে নিউ জিল্যান্ডের মেয়েদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।