জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শিরোপা জিতল রংপুর বিভাগ। আজ রোববার (১২ অক্টোবর) খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপাও তারা জিতেছিল। দাপুটে ক্রিকেটে এবারও শিরোপা নিজেদের ঘরে তুললো রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে খুলনা বিভাগ ৮ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার আগে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ব্যাটিং-বোলিংয়ে সমানতালে পারফর্ম করেছে রংপুর। শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে কোন সুযোগ দেয়নি তারা।
ব্যাটিংয়ে দুই ওপেনার জাহিদ ও নাসির কোন চাপ না নিয়ে অনায়েসে রান করেন। ৭ ওভারে ৬১ রান আসে ওপেনিং জুটি থেকে। জাহিদ ২৭ রানে আউট হলে ভাঙে জুটি। সঙ্গী হারানোর পর নাসির এগিয়ে যান ফিফটির পথে। কিন্তু ৪ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। নাসির ৩১ বলে ৪৬ রান করেন ৫টি চার ও ১টি ছক্কায়।
তাতে জয় নাগালে চলে আসে। বাকি কাজ সারেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও আকবর আলী। ৫ চারে ৩২ বলে ৪০ রান করেন নাঈম। ১৫ বলে ১৯ রান আসে আকবরের ব্যাট থেকে।
এর আগে খুলনার বিশাল ব্যাটিং লাইনআপ থাকলেও তারা ভালো করতে পারেনি। সৌম্য সরকার ৮, এনামুল হক বিজয় ১২ রান করেন। আফিফ হোসেন ধ্রুব করেন ১৪ রান। ওপেনার ইমরানুজ্জামান ০ ও পারভেজ হোসেন জীবন ৮ রানের বেশি করতে পারেননি।
দলের হাল ধরেন মোহাম্মদ মিথুন। অধিনায়ক ৩২ বলে ৪৪ রান করেন একটি চার ও তিনটি ছক্কায়। ষষ্ঠ উইকেটে তাকে সঙ্গ দিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করেন দুইটি করে চার ও ছক্কায়। খুলনার ব্যাটিং প্রতিরোধ এতটুকুই। বাকিটা সময় ছিল রংপুরের দাপট।
ইনিংসে আট বোলার ব্যবহার করেছেন অধিনায়ক আকবর। ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল আটে বোলিংয়ে আসা আব্দুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নেন নাসুম, হাসিম, ইকবাল, এনামুল ও আলাউদ্দিন বাবু।
বোলিংয়ে তারা খুলনার ব্যাটসম্যানদের উড়তে দেয়নি। খুলনার ইনিংসে চার ছিল ৬টি। আর ছক্কা ৭টি। পুরো ইনিংসে ৫১ বলে কোন রান নিতে পারেননি তারা।