খেলাধুলা

ইডেনে বুমরার আগুনে স্পেল, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে ভারত

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম দিনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জসপ্রিত বুমরা। পেস ও স্পিন- দুই ধরনের আক্রমণের দুর্দান্ত সমন্বয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রায় অসহায় রূপেই দেখা গেল প্রথম দিন। মাত্র ৫৫ ওভারে ১৫৯ রানে প্রোটিয়াদের গুটিয়ে দিয়ে দৃঢ় ভিত্তি গড়ে প্রথম দিন শেষ করেছে ভারত।

ইডেন গার্ডেন্স মানেই প্রথম সকালে পেসারদের স্বর্গরাজ্য। শুক্রবারও তার ব্যতিক্রম হলো না। নতুন বলে স্বাভাবিক সুইং, পরের দিকে রিভার্স আর নিখুঁত লাইন-লেংথ; সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ভেঙে দিলেন বুমরা একাই। ২৭ রানে নেন ৫ উইকেট। ইনিংসের প্রথম বল থেকেই নিয়ন্ত্রণ ছিল তার হাতে। মোহাম্মদ সিরাজও কম যাননি। আক্রমণে ধার যোগ করে তুলে নিয়েছেন ২ উইকেট। স্পিন বিভাগের দায়িত্ব নেওয়া কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট। আর অক্ষর প্যাটেল একটি।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটা ভুল সিদ্ধান্ত বলে মনে হয়। কেবল ওপেনার এইডেন মার্করাম (৩১), রায়ান রিকেলটন (২৩) ও মিডলের তিন ব্যাটার- উইয়ান মালডার (২৪), টনি ডে জর্জি (২৪) ও কাইল ভেরিনি (১৬) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবুও দলের ইনিংস মাত্র ১৫৯ রানের বেশি এগোয়নি। অধিনায়ক বাভুমা করেছেন মাত্র ৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা মসৃণ হয়নি। ওপেনার যশস্বী জয়সওয়াল ১২ রানে আউট হয়ে ফিরলে ইনিংসকে ধরে রাখেন লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর। দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৭। রাহুল ১৩* এবং সুন্দর ৬* রানে ক্রিজে আছেন।

১৫৯ রান খুব বড় নয়। কিন্তু ইডেনের পিচ দ্বিতীয় দিনে আরও ব্যাটিং-বান্ধব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভারতের সামনে সুযোগ শুরুতেই বড় জুটি গড়ে প্রোটিয়াদের প্রথম ইনিংসের রান টপকে লিড নিশ্চিত করা।

প্রথম দিনের শেষে ম্যাচের যে চিত্র- তা স্পষ্টতই ভারতের পক্ষে। কিন্তু টেস্টের সৌন্দর্য এটাই, একটি সেশনই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই চোখ থাকবে শনিবার সকালে ইডেনে কী করে রাহুল-সুন্দর জুটি। এবং দক্ষিণ আফ্রিকা বোলাররা প্রতিরোধ গড়তে পারে কি না।