খেলাধুলা

বাংলাদেশের ম্যাচ কখন-কোথায়-কাদের বিপক্ষে

ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে জমকালো এক আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার ফিক্সচার ও গ্রুপিং প্রকাশ করেছে।

২০ দলের বিশ্বকাপে সি গ্রুপে আছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। এছাড়া বাকি তিন দলের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের।

আগামী ৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতার পর্দা উঠবে। ফাইনাল হবে ৮ মার্চ। সব মিলিয়ে মোট ম্যাচ হবে ৫৫টি। ভারতের আহমেদাবাদ, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে কলম্বোর আরপিএস ও এসএসসি গ্রাউন্ডে এবং ক্যান্ডিতে।

গ্রুপিং গ্রুপ এ: ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান গ্রুপ বি: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি ও নেপাল গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশের খেলার সূচি ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা) (দুপুর ৩টা) ৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (কলকাতা) (সকাল ১১টা) ১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (কলকাতা) (দুপুর ৩টা) ১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নেপাল (মুম্বাই) (সন্ধ্যা ৭টা) আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল ৪টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।

ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। কলম্বোর প্রেমাদাসায় দুই দলের ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাকিস্তান ভারত ভ্রমণ করবে না তা আগে থেকেই জানা। এজন্য সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সূচি ঠিক হলেও ভেন্যু ঠিক হয়নি।

৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে পাকিস্তান-নেদারল্যান্ডস, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ২০ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া ও ওমানের ম্যাচ দিয়ে। সুপার এইটের খেলা হবে ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। 

৪ মার্চ প্রথম সেমিফাইনাল কলম্বো নয়তো কলকাতায় হবে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচ কলম্বোতে হবে। পাকিস্তান না উঠলে কলকাতায়। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ মুম্বাইতে অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনাল কলম্বো নয়তো আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

সকাল ১১টা, দুপুর ৩টা এবং সন্ধ্যা ৭টা এই তিন সময়ে গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।