খেলাধুলা

শাহীন-নওয়াজ-বাবর-সাইমে পাকিস্তান চ্যাম্পিয়ন

প্রথমে বল হাতে অবদান রাখলেন শাহীন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। এরপর ব্যাট হাতে অবদান রাখলেন বাবর আজম ও সাইম আইয়ুব। তাতে আজ শনিবার রাতে রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

টস হেরে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয়। ব্যাট হাতে শ্রীলঙ্কার কামিল মিশ্রা কেবল রান পান। তিনি ৪৭ বলে ২টি চার ও ৪ ছক্কায় করেন ৫৯ রান। এছাড়া কুশল মেন্ডিস ১৪ ও পাথুম নিসাঙ্কা ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে শাহীন ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩টি ও নওয়াজ ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩টি উইকেট।

রান তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে আউট হন। সাইম ৬ চারে ৩৬ করে ফেরেন সাজঘরে। কিন্তু বাবর আজম ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফারহান-সাইমের পর সালমান আলী আগা ১৪ ও ফখর জামান ৩ রান করে আউট হন।

পাকিস্তানের চারটি উইকেটের ২টি নিয়েছেন পবন রত্নায়েকে। ১টি করে উইকেট নিয়েছেন ইশান মালিঙ্গা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নওয়াজ। আর মোট ৫২ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।